সীতাকুণ্ড উপজেলা আ. লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

৭১ জনের মধ্যে নতুন মুখ ৩৩

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৮ আগস্ট, ২০২২ at ৭:৫৩ পূর্বাহ্ণ

দুই বছর আগে সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে আবদুল্লাহ আল বাকের ভূঁইয়াকে সভাপতি ও এস এম আল মামুনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটি গঠনের দুই বছর পর অনুমোদন হলো ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি। এর মধ্যে নতুন মুখ ৩৩ জন। গতকাল থেকে কমিটিতে নির্বাচিতদের মাঝে উপজেলা আওয়ামী লীগের সভাপতি/সম্পাদক স্বাক্ষরিত অন্তর্ভুক্তি চিঠি প্রেরণ করা শুরু হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন বলেন, নবীন-প্রবীণ মিলে কমিটি গঠন করা হয়েছে। মূলত সক্রিয় নেতারা কমিটিতে স্থান পেয়েছেন, নিষ্ক্রিয়রা বাদ পড়েছেন।
সভাপতি আবুদল্লাহ আল বাকের ভূঁইয়া বলেন, নবগঠিত কমিটির ১ নম্বর সদস্য করা হয়েছে এ কে এম জাফর উল্লাহকে। তিনি ১৯৭১ সালে ছাত্রলীগের রাজনীতি করতেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার পর যারা ত্যাগ স্বীকার করে নির্যাতিত হয়েছে তাদের মধ্যে অন্যতম তিনি। সেরকম ত্যাগী নেতাদের কমিটিতে রাখা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরামগড়ে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়ন, শিক্ষক পলাতক
পরবর্তী নিবন্ধ৯ স’মিল বন্ধ, ৪৪ হাজার টাকা জরিমানা