আদালত চত্বরে দুই সাংবাদিককে আইনজীবীর মারধর

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৮ আগস্ট, ২০২২ at ৭:৪২ পূর্বাহ্ণ

সংবাদ সংগ্রহ করতে গিয়ে চট্টগ্রাম আদালত ভবন এলাকায় কয়েকজন আইনজীবীর হাতে হামলা ও লাঞ্ছনার শিকার হয়েছেন দুই সাংবাদিক। এরা হলেন-যমুনা টেলিভিশনের রিপোর্টার আল আমিন সিকদার এবং ক্যামেরাপারসন আসাদুজ্জামান লিমন। এ সময় মারধর করতে করতে তাদের আইনজীবী ভবনের উপরে নিয়ে যাওয়া হয় এবং সেখানেও মারধর করা হয়। এতে গুরুতর আহত হন দুজনই। পরে তাদের সেখান থেকে উদ্ধার করে জামালখানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল বুধবার বিকেলে সাড়ে ৩টার দিকে আদালত চত্বরে উঠতেই তাদের ওপর এ হামলা চালানো হয়। আহত আল আমিন শিকদার আজাদীকে বলেন, আদালত চত্বরে উঠতেই প্রথমে এক দফা হামলা চালানো হয়। পরে আইনজীবী সমিতির অফিসে নিয়ে গিয়ে ১০-১৫ জন একযোগে লাথি কিল ঘুষি মারতে থাকে। এ বিষয়ে যোগাযোগ করা হলে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়া উদ্দিন আজাদীকে বলেন, এটি খুব খারাপ কাজ হয়েছে। জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যে খোঁজখবর নেয়া শুরু হয়েছে। আশা করছি দ্রুত জড়িতদের শনাক্ত করা যাবে।

পূর্ববর্তী নিবন্ধজনস্বার্থ ইস্যুতে জনগণকে সম্পৃক্ত করতে চায় বিএনপি
পরবর্তী নিবন্ধনাশকতা চালালে রাজপথেই সমুচিত জবাব