দলের চেয়ার চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে নগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি। গতকাল অনুষ্ঠিত দোয়া মাহফিলে জটিল রোগে আক্রান্ত সাবেক এ প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু, শারীরিক সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও বেগম জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ মৃত্যুবরণকারী নেতাকর্মীদের মাগফেরাত কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অসুস্থ নেতাকর্মীদের রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়।
বাদে আসর নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় সংলগ্ন জামে মসজিদে নগর বিএনপির দোয়া মাহফিলে সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন সাবেক প্রধানমন্ত্রী নন, তিনি হচ্ছেন গণতন্ত্রের মূর্ত প্রতীক। যিনি সারাটা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে দীর্ঘ নয় বছর সংগ্রাম করে স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছিলেন। তিনি জনগণের ভালবাসায় সিক্ত হয়ে তিনবার দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। ১/১১ সময় তিনি কারাগার থেকেই সরকারকে বাধ্য করেছিলেন জরুরি অবস্থা তুলে নিতে।
মাওলানা এহসানুল হক দোয়া ও মিলাদ পরিচালনা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সি. যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এস এম সাইফুল আলম, ইয়াছিন চৌধুরী লিটন, আহ্বায়ক কমিটির সদস্য হাজী মো. আলী, মাহবুব আলম, এস এম আবুল ফয়েজ, আর ইউ চৌধুরী শাহীন, জাহাঙ্গীর আলম দুলাল, আবুল হাশেম, মো. কামরুল ইসলাম, মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান ও বিএনপি নেতা ইদ্রিস আলী।
উত্তর জেলা বিএনপি : নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে উত্তর জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে রোগমুক্তি ও সুস্থতা কামনা এবং দেশব্যাপী চলমান গণতান্ত্রিক আন্দোলনে যারা নিহত হয়েছেন তাঁদের আত্মার মাগফেরাত ও যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক যথাক্রমে এম.এ. হালিম, অধ্যাপক ইউনুছ চৌধুরী, ছালাহউদ্দিন, নুরুল আমিন, নুর মোহাম্মদ, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সরওয়ার আলমগীর, কাজী মো. সালাহউদ্দিন, উত্তর জেলা বিএনপির সদস্য যথাক্রমে এড. আবু তাহের, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, আবু আহমেদ হাসনাত।
দক্ষিণ জেলা বিএনপি : দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে বেগম জিয়ার জন্মবার্ষিকীর আয়োজনে ছিল খতমে কোরআন ও দোয়া মাহফিল। দোয়া মাহফিল শেষে সংগঠনের আহ্বায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী। এ সময় তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৩৬ বছর বয়সে হারিয়েছেন স্বামীকে, নিজ চোখের সামনে হারিয়েছেন কনিষ্ঠ সন্তানকে, নির্বাসনে আছেন জ্যেষ্ঠ সন্তান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান, হারিয়েছেন স্মৃতি বিজড়িত বাড়িও। দেশ ও দেশের জনগণের কল্যাণে নিজেকে সর্বোচ্চ উজাড় করে আজ অবধি কাজ করে যাচ্ছেন তিনি। শুভ জন্মদিনে তাঁর বন্দীত্বে দেশবাসী চরমভাবে হতাশ। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও চন্দনাইশ উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আনোয়ার চৌধুরী, সাতকানিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল হোসেন, আনোয়ারা উপজেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, হাজী রফিকুল আলম, অধ্যাপক এহসানে মাওলা, নুরুল কবির, কর্ণফুলী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. ওসমান প্রমুখ।