জ্বালানি তেল সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি, অসহনীয় লোডশেডিং এবং ভোলায় পুলিশের গুলিতে বর্বরোচিত হত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী মহিলাদল মহানগরের সাবেক সাধারণ সম্পাদক গুলজার বেগমের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল গতকাল শনিবার কাজীর দেউড়ী মোড় থেকে শুরু হয়ে দলীয় কার্যালয়ে শেষ হয়।
সমাবেশে বলেন,জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, পরিবহন খাতে ভাড়া বৃদ্ধি, অসহনীয় লোডশেডিং এর কারণে দেশের জনগণ দিশেহারা হয়ে পড়েছে। এর থেকে মুক্তি পেতে আন্দোলন গড়ে সরকারের পতন ঘটানো হবে। এতে বক্তব্য রাখেন রেজিয়া বেগম বুলু , আসমা বেগম, আলতাজ বেগম , জাহানারা মনি,মর্জিনা বেগম ,কমলা তানিয়া, খালেদা বেগম, হেলেনা বেগম,হাসু, সুমি, আলেয়া,জানু, দিলদার, হোসনে আরা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।