পাহাড়তলী অঞ্চলে সরকারি স্কুল কলেজ স্থাপন করতে হবে

ছাত্র ইউনিয়নের সম্মেলনে বক্তারা

| শনিবার , ১৩ আগস্ট, ২০২২ at ৮:১৪ পূর্বাহ্ণ

‘এসো শিক্ষা বাণিজ্য ও অনিয়মের দানব তাড়াই, সাম্প্রদায়িকতা রুখে সাম্যের মশাল জ্বালাই’- স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম জেলাস্থ দক্ষিণ কাট্টলীতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন পাহাড়তলি থানা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়। ডেনি বিশ্বাসকে সভাপতি, শুভ দেবনাথকে সাধারণ সম্পাদক, বর্ষা দেবীকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি নিশান রায়, সহ সম্পাদক দূর্বার দেব নাথ, কোষাধ্যক্ষ মো. সুমন রহমান, দপ্তর সম্পাদক সৌমেন দাশ, শিক্ষা ও গবেষণা সম্পাদক মুক্তা পাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক তপন দাশ, সাংস্কৃতিক সম্পাদক প্রিন্স দাশ, ক্রীড়া সম্পাদক আশরাফুল রহমান অনি, সদস্য শ্রাবণ ধর, সদস্য নিবেদিতা পুষ্পা দুটি পদ শূন্য রয়েছে। আগামী এক বছরের জন্য তারা দায়িত্ব পালন করবেন। এর আগে সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ডেনি বিশ্বাসের সভাপতিত্বে ও নিশান রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিথি মোস্তফা হাকিম কলেজের অধ্যাপক অজিত দাশ, শ্রমিক নেতা দিলিপ কুমার নাথ, রবি শংকর সেন নিশান ও এ্যানি সেন। সম্মেলনে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধগতির সাথে পাল্লা দিয়ে বেড়েছে শিক্ষা সামগ্রীর ও উপকরণের দাম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশ্রমিকদের দাবি আদায়ে সরব ছিলেন সিরাজ মিয়া
পরবর্তী নিবন্ধহাসানুল করিম