বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে লায়ন্স জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের নতুন সেবাবর্ষের জেলা গভর্নর লায়ন শেখ সামশুদ্দিন আহমেদ সিদ্দিকী দায়িত্ব গ্রহণ করেছেন। গতকাল শুক্রবার বিকেলে নগরের টাইগারপাস এলাকার নেভি কনভেনশন হলে জেলার প্রথম কেবিনেট মিটিং ও যৌথ অভিষেক অনুষ্ঠানে বিদায়ী জেলা গভর্নর লায়ন আল সাদাত দোভাষ নতুন গভর্নরক গংবেল হস্তান্তর করেন। এরপর জেলা গভর্নর পর্যায়ক্রমে প্রথম ও দ্বিতীয় ভাইস জেলা গভর্নরসহ অন্যান্য লায়ন নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান।
অনুষ্ঠানে লায়ন নেতৃবৃন্দ বলেন, লায়নিজমের চিরাচরিত নিয়ম অনুযায়ী প্রতিবছর গংবেল হস্তান্তরের মধ্য দিয়ে নতুন সেবাবর্ষের কার্যক্রম শুরু হয়। এ বছর জেলা গভর্নর যে ডাক দিয়েছেন অন্তহীন সেবায় ভালোবাসা তা অত্যন্ত সময়োপযোগী। গভর্নরের এ ডাক বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ঢাকা থেকে আসা লায়ন নেতৃবৃন্দ অতীতের মতো নতুন বছরও অসহায়, দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে লায়ন সদস্যরা কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের দুই পর্বে সভাপতিত্ব করেন যথাক্রমে সদ্যপ্রাক্তন জেলা গভর্নর লায়ন আল সাদাত দোভাষ ও নতুন জেলা গভর্নর লায়ন শেখ সামশুদ্দিন আহমেদ সিদ্দিকী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের গেট এরিয়া লিডার লায়ন নাজমুল হক। বিশেষ অতিথি ছিলেন, মাল্টিপল কাউন্সিল চেয়ারপার্সন লায়ন এস এম কামরুল, লায়ন ইঞ্জিনিয়ার ওয়াহিদুর রহমান আজাদ, লায়ন এম কে বাশার, লায়ন এম এম এ বাশার, লায়ন এবিএম আনোয়ারুল বাসেত, লায়ন প্রফেসর ডা. সিরাজুল ইসলাম চৌধুরী, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন এমডিএম মহিউদ্দিন চৌধুরী, লায়ন ফারহানা বখশ, লায়ন লুৎফর রহমান, লায়ন আহমদুজ্জামান, লায়ন ফারহানা নাজ, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন কোহিনূর কামাল, লায়ন দেওয়ান নাসিরুল হক, লায়ন সৈয়দ নাসির আহমেদ, লায়ন এস কে মাহফুজুর রহমান।
কেবিনেট সেক্রেটারি লায়ন হাসান মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রাক্তন জেলা গভর্নরদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন এম এ মালেক, লায়ন রূপম কিশোর বড়ুয়া, লায়ন নাজমুল হক, লায়ন আলহাজ রফিক আহমেদ, লায়ন সিরাজুল হক আনসারী, লায়ন মোস্তাক হোসাইন, কেবিনেট ট্রেজারার লায়ন পারভীন মাহমুদ।