নৌবাহিনীর কর্মকর্তা পরিচয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ২০ লাখ টাকা অর্থ আত্মসাতের দায়ে মোহাম্মদ সাহেদ (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোরে নগরীর হালিশহর থানাধীন গোলন্দাজ সড়কে আর্টিলারির সামনের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সে নগরীর হালিশহরে আর্টিলারির সামনে আহসান মঞ্জিলের চতুর্থ তলায় ভাড়া থাকতো। তার গ্রামের বাড়ি ফেনীতে। অভিযানে তার কাছ থেকে নৌবাহিনীর ইউনিফর্ম, ক্যাপ, বেল্ট, জুতা, নেমপ্লেট, র্যাঙ্ক বেজ, রেড বেজ এবং ব্যাংকের কয়েকটি চেক ও নগদ টাকা জব্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, প্রতারণার মাধ্যমে প্রায় ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গত ৩ আগস্ট সাহেদের বিরুদ্ধে খুলশী থানায় মামলা দায়ের করেন ওমর ফারুক নামে এক ব্যবসায়ী। নগরীর জাকির হোসেন সড়কে ‘সামিয়া এন্টারপ্রাইজ’ ও ‘ওয়াফাসা মটরস’ নামে ওই ব্যবসায়ীর ২টি মোটরসাইকেল বিক্রির প্রতিষ্ঠান আছে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, গত এপ্রিলে সাহেদ নিজেকে নৌবাহিনীর সাব লেফট্যানেন্ট পরিচয় দিয়ে ওমর ফারুকের প্রতিষ্ঠান থেকে একটি মোটরসাইকেল কেনেন। এরপর থেকে দুজনের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। গত ১০ জুন সাহেদ ওমর ফারুকের প্রতিষ্ঠানে আসেন। তখন সিলেটে বন্যা ছিল। সাহেদ ওমর ফারুককে বন্যাদুর্গতদের ত্রাণ বিতরণের প্রস্তাব দেন। তার মালিকানাধীন দুরন্ত সাপ্লায়ার্স লিমিটেড থেকে বাজারমূল্যের চেয়ে কম দামে চাল, চিনি ও সয়াবিন তেল বিক্রিরও প্রস্তাব দেন। অর্ডার অনুযায়ী মোট পণ্যের দাম ৩৩ লাখ ২০ হাজার টাকা বলে জানান। ওমর ফারুক সরল বিশ্বাসে ১৩ জুন নগদ ও চেকের মাধ্যমে ২০ লাখ টাকা সাহেদকে দেন। কিন্তু সাহেদ পণ্য সরবরাহ না করে লাপাত্তা হয়ে যান। বারবার অনুরোধের পরও টাকা এবং চেক ফেরত না দেয়ায় ওমর ফারুক মামলা করেন।