ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ ঔপন্যাসিক সালমান রুশদি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক অনুষ্ঠানের মঞ্চে হামলার শিকার হয়েছেন।
স্যাটানিক ভার্সেস উপন্যাসের জন্য তিন দশকের বেশি সময় ধরে হত্যার হুমকি পেয়ে আসছিলেন বুকারজয়ী এই লেখক।
যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, আজ শুক্রবার(১২ আগস্ট) শাটাকোয়া ইন্সটিটিউটে বক্তৃতা করতে গিয়েছিলেন। তাকে যখন পরিচয় করিয়ে দেওয়া হচ্ছিল তখনই এক লোক দৌড়ে স্টেজে উঠে ছুরি নিয়ে তার ওপর হামলা চালায়।
নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে, ৭৫ বছর বয়সী রুশদির ঘাড়ে জখম হয়েছে। তাৎক্ষণিকভাবে তাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তার আঘাত কতটা গুরুতর তা এখনও স্পষ্ট নয়।
রুশদির সাক্ষাৎকার নিতে মঞ্চে উপস্থিত হেনরি রিজও মাথায় আঘাত পেয়েছেন। তবে তার আঘাত গুরুতর নয়।
হুমকির মুখে নির্বাসিত লেখকদের আশ্রয় ও সহায়তা দেয় এমন একটি অলাভজনক সংস্থার সহ প্রতিষ্ঠাতা হেনরি রিজও।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা এক ভিডিওতে দেখা যায়, ওই ঘটনার পরপরই দর্শকশ্রোতারা দৌড়ে মঞ্চে উঠে যান। হামলাকারীকে তারা ধরে ফেলেন।
ওই ব্যক্তি এখন পুলিশ হেফাজতে রয়েছে বলে জানিয়েছে বিবিসি।












