বাঁশখালীর খানাখানাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মোকামীপাড়ায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে উত্তোলিত ১৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।
আজ বৃহস্পতিবার(১১ আগস্ট) সকালে অবৈধ বালু উত্তোলনকারীরা ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতির খবর পেয়ে পালিয়ে যায়।
জানা যায়, খানখানাবাদ ইউনিয়নের পশ্চিম মোকামী পাড়া, রায়ছটা এলাকার আবদুল খালেকের পুত্র মিজান(৩৫) গংরা এ বালি উত্তোলন কাজে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা যায়।
পরে জব্দকৃত বালু স্থানীয় ৮নং ওয়ার্ডের সাধারণ সদস্য রুহুল আমিনের জিম্মায় দেওয়া হয়।
এ ব্যাপারে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী জনস্বার্থে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
যেখানে অবৈধভাবে বালি উত্তোলন করা হবে প্রশাসনকে অবহিত করার আহ্বান জানান তিনি।