সেন্ট প্লাসিড’স স্কুল এন্ড কলেজে কারাতে প্রশিক্ষণ শুরু

| বৃহস্পতিবার , ১১ আগস্ট, ২০২২ at ৭:০৭ পূর্বাহ্ণ

সেন্ট প্লাসিড’স স্কুল এন্ড কলেজে কারাতে প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষনের উদ্বোধন করেন স্কুলের প্রিন্সিপাল ব্রাদার সুব্রত লিও রোজারিও। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর আবদুল আলিম । এসময় আরো উপস্থিত ছিলেন স্কুলের সহকারী শিক্ষক এবং কারাতে কো-অর্ডিনেটর রিচার্ড রিবেরিও, সহকারী শিক্ষক ও সহ কারাতে কো-অর্ডিনেটর তারেক উদ্দীন, জসমন বড়ুয়া, স্কুলের শিক্ষক হারুন অর রশিদ, উদয় শংকর চৌধূরী, অর্পণ ঘোষ। বিকেএফকেএস’এর মহিলা কারাতে কোচ তাসপিয়া সিরাজ, সহকারী কোচ স্বাধীন আহমেদ, বিপ্লব আচার্য। প্রধান অতিথি বলেন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও আত্নরক্ষার জন্য কারাতের কোন বিকল্প নেই। বর্তমান কোভিড হতে নিজেকে রক্ষা করতে হলে ইমিউনিটি স্ট্রং করতে হয়। আর কারাতে প্রশিক্ষনের মাধ্যমে আত্নরক্ষা, ইমিউনিটি স্ট্রং সহ সুস্থ সুন্দর জীবন গঠন ছাড়াও জাতীয় আন্তর্জাতিক খেলোয়াড় হওয়ার সুযোগ আছে। তাই আমি মনে করি প্রতিটা স্কুল কলেজে ছেলেমেয়েদের স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হওয়ার জন্য পড়ালেখার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে কারাতে খেলাকে জোরদার করা প্রয়োজন। কারাতে ক্লাস উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুলের সহকারী শিক্ষক সুমন চক্রবর্তী। পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের কোচ ও রেফারী এ বি রনি।

পূর্ববর্তী নিবন্ধশেষ ম্যাচের সেরা আফিফ সিরিজ সেরা সিকান্দার রাজা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের ফুটবল দল বদলের প্রথম দিনে কিষোয়ানই কিছুটা আলো ছড়ালো