নগরীর বিভিন্ন রুটের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ও সংশ্লিষ্ট গাড়ির কাগজপত্র ঠিক না থাকায় ৯ মামলায় ১২ হাজার টাকা জরিমানা করেছে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত নগরীর জিইসি, টাইগারপাস মোড়, ওয়ারলেস এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মুক্তার। এ সময় ফিটনেসবিহীন গাড়ির একটি মামলায় ৩ হাজার টাকা, ড্রাইভিং লাইসেন্স না থাকায় একটি মামলায় ২ হাজার টাকা, রোড পারমিটবিহীন গাড়ি চালানোর অপরাধে একটি মামলায় ২ হাজার টাকা ও অতিরিক্ত ভাড়া আদায় করায় ৬টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এই ব্যাপারে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মুক্তার বলেন, অতিরিক্ত ভাড়া আদায়, কাগজপত্র ঠিক না থাকা, লাইসেন্সবিহীন গাড়ি চালানো, অপরাধে নগরীর বেশ কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করা হয়। মোট ৯ মামলায় ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।