চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেন ও মাইক্রোবাসের মধ্যে দুর্ঘটনায় আহত আরও একজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউর ৮নং বেডে আহত আয়াতুল ইসলাম আয়াত (১৭) মারা যায়।
আয়াত হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের খন্দকিয়া গ্রামের ৮নং ওয়ার্ডের কবির লাইনম্যানের বাড়ির আবদুস শুক্কুরের ছেলে। আবদুস শুক্কুর পেশায় অটোরিকশা চালক। আয়াত কে এস উচ্চ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।
আয়াতের আত্মীয় কাউসার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, গত সোমবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগ থেকে আহত আয়াতুল ইসলাম আয়াতকে আইসিইউতে হস্তান্তর করেন চিকিৎসকরা।
দুর্ঘটনায় তার এক হাতের হাঁড় ভেঙে যায়। এছাড়াও তার শরীরে বেশকিছু ক্ষতচিহ্ন ছিল।
গত শুক্রবার চট্টগ্রামের হাটহাজারী উপজেলার খন্দকিয়া গ্রামের আরএনজে কোচিং সেন্টার থেকে মীরসরাই খৈয়ারছড়া ঝরনায় চালক-হেলপারসহ বেড়াতে যান ১৮ জনের একটি দল। ফেরার পথে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসে থাকা ১১ জনের মৃত্যু হয়। এতে গুরুতর আহত হন সাতজন। নিহতদের মধ্যে কোচিং সেন্টারের শিক্ষক ও এবারের এসএসসি পরীক্ষার্থীও ছিলেন।