দৈনিক আজাদীতে গত ২ আগস্ট প্রকাশিত ‘বায়েজিদে আওয়ামী লীগের দুই গ্রুপে গোলাগুলি, ঘটনা আধিপত্য বিস্তার ও সিএনজি টেক্সির চাঁদাবাজিকে কেন্দ্র করে’ শীর্ষক প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ করেছেন ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী মোহাম্মদ জসিম উদ্দিন। অ্যাডভোকেট সৈয়দ রিয়াজ মোহাম্মদ বায়েজিদের মাধ্যমে প্রেরিত প্রতিবাদপত্রে তিনি বলেন, প্রকাশিত সংবাদে ভুল তথ্য প্রদান করা হয়েছে। এই ধরনের কোনো ঘটনার সঙ্গে তিনি জড়িত নন দাবি করে বলেন, ঘটনার সময় তিনি এলাকায়ও ছিলেন না। প্রকাশিত সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।