ওমানে সড়ক দুর্ঘটনায় হাটহাজারীর যুবক নিহত

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ৩ আগস্ট, ২০২২ at ১১:০৮ পূর্বাহ্ণ

হাটহাজারী উপজেলার মোহাম্মদ খোরশেদ আলম (৩২) নামে এক প্রবাসী ওমানে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তিনি উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের পূর্ব গুমানমর্দ্দন ৫নং ওয়ার্ডের আব্দুল হামিদ বাড়ির মুহাম্মদ শাহ আলমের ছেলে। গত রোববার দিবাগত রাত ওমানের স্থানীয় সময় ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এই দুর্ঘটনায় মুহাম্মদ সুমন নামে একজন আহত হয়েছেন। তার বাড়ি ফটিকছড়ি উপজেলার দক্ষিণ ছাদেক নগরে। তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে ওমানের সুলতান কাবুস ইউনিভার্সিটি হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে। নিহতের লাশও উক্ত হাসপাতালে রাখা হয়েছে।

নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওমানের মোবেলা নামক স্থানে এই সড়ক দুর্ঘটনা ঘটে। এতে একজন নিহত ও একজন আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক খোরশেদকে মৃত ঘোষণা করেন।

খোরশেদ ওমান রাইস ভেজিটেবল মার্কেটে কাজ করতেন। খোরশেদ দেশে বিয়ে করার কথা ছিল। তার স্বজনেরা বিয়ের জন্য মেয়ে দেখছিল বলে জানা গেছে। উপজেলার ৪নং গুমানমর্দ্দন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান ওমানে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধইছামতী নদীসহ খাল-জলাশয়ের দখল ও দূষণ রোধে স্মারকলিপি
পরবর্তী নিবন্ধগ্রীণ লিফ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন ও গুণিজন সংবর্ধনা