তাইপে পৌঁছালেন পেলোসি সঙ্গে মার্কিন যুদ্ধবিমান

তাইওয়ানের আকাশ সীমায় ২০ চীনা ফাইটার জেট

| বুধবার , ৩ আগস্ট, ২০২২ at ১০:৪১ পূর্বাহ্ণ

চীনের কাছ থেকে বার বার কড়া হুমকি-ধামকির মধ্যেও অবশেষে তাইওয়ানে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি।
গতকাল স্থানীয় সময় সন্ধ্যায় তিনি তাইওয়ানে পৌঁছান। পেলোসি তাইওয়ানে গেলে ‘মারাত্মক পরিণতি’ ভোগ করতে হবে বলে আগেই শাসিয়েছিল চীন। তার এ সফরের আগে দিয়ে তাইওয়ান প্রণালীয় দু’পাশেই সামরিক তৎপরতার লক্ষণ দেখা গেছে। সোমবার সকাল থেকেই চীনের যুদ্ধজাহাজগুলো তাইওয়ান প্রণালীর মাঝরেখার কাছে উপস্থিতি জানান দিয়েছে। মঙ্গলবার সকালেও চীন একই এলাকার কাছ দিয়ে জঙ্গি বিমান উড়িয়েছে। এদিকে তাইওয়ানের পূর্বাঞ্চলের সাগরে চারটি মার্কিন যুদ্ধজাহাজও মোতায়েনের খবর পাওয়া গেছে। এর মধ্যে একটি বিমানবাহী রণতরীও আছে।

পেলোসির এ সফরের কয়েক ঘণ্টা আগে একাধিক চীনা যুদ্ধবিমান তাইওয়ান প্রণালীকে ভাগ করা মাঝরেখার কাছ ঘেঁষে উড়ে গেছে বলে জানা যায়। তাইওয়ানের আকাশসীমায় অন্তত ২০টিরও বেশি চীনা ফাইটার জেট অনুপ্রবেশ করে বলে সংবাদ সংস্থা সূত্রের খবরে জানা যায়। সোমবার থেকেই অনানুষ্ঠানিক ওই বিভেদরেখার কাছে একাধিক চীনা যুদ্ধজাহাজের উপস্থিতিও দেখা গিয়েছে। এমন এক উত্তেজনার আবহেই তাইওয়ানে পা রাখলেন পেলোসি। আর তার নিরপত্তার অজুহাতে দক্ষিণ চীন সাগরের দ্বীপরাষ্ট্রে ঢুকে পড়ল আমেরিকার যুদ্ধবিমানের বহর। ২৫ বছরের মধ্যে মার্কিন প্রতিনিধি পরিষদের কোনো স্পিকারের এটিই প্রথম তাইওয়ান সফর। এর আগে ১৯৯৭ সালে রিপাবলিকান নিউ গিংরিচ তাইওয়ানে গিয়েছিলেন।

পেলোসি এবং তার সঙ্গে সফরে যাওয়া কংগ্রেস প্রতিনিধি দল মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, তাইওয়ানের প্রাণবন্ত গণতন্ত্রের প্রতি যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থনের প্রতিশ্রুতির সম্মানার্থেই এই সফর। তাইওয়ানের নেতাদের সঙ্গে আলোচনায় এই অংশীদারের প্রতি আমাদের সমর্থন আরও মজবুত করাসহ আমাদের অভিন্ন স্বার্থের বিষয়টিতে অগ্রগতি সাধন এবং মুক্ত ও অবাধ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের পথে এগুনোর দিকে মনোনিবেশ করা হবে। বিবৃতিতে আরও বলা হয়, বিশ্বে স্বৈরতন্ত্র এবং গণতন্ত্রের মধ্যে কোনও একটিকে বেছে নেওয়ার এই সময়ে তাইওয়ানের জনগণের সঙ্গে যুক্তরাষ্ট্রের একাত্মতা আজ আগের যে কোনও সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
চীনকে সমর্থন রাশিয়ার : এদিকে ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর নিয়ে চীন যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছে তাতে জোরাল সমর্থন দিয়েছে রাশিয়া। পেলোসির সফর নিয়ে ওয়াশিংটনকে সতর্ক করে রাশিয়া বলেছে, এ ধরনের উস্কানিমূলক সফর যুক্তরাষ্ট্রের সঙ্গে বেইজিংয়ের সংঘর্ষ অবশ্যম্ভাবী করে তুলবে।

তাইপেতে বিক্ষোভ : তাইপেতে একদল বিক্ষোভকারী মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির সফরের প্রতিবাদ জানিয়ে তাকে ‘সমস্যা সৃষ্টিকারী’ ও ‘কুৎসিত আমেরিকান’ বলেছে। বিক্ষোভকারীরা তাইওয়ানের প্রেসিডেন্ট কে ‘বিশ্বাসঘাতক’ বলেছেন। বিক্ষোভকারীদের কারও কারও হাতে ‘তাইওয়ানস নিউ পার্টি’ লেখা ব্যানার ছিল। তাইওয়ানের ছোট এ রাজনৈতিক দলটি চীনের সঙ্গে দ্বীপটির পুনর্মিলনে সমর্থন করে। তাদের হাতে ধরা ব্যানারে লেখা ছিল, ‘যুদ্ধ উস্কানিদাতা বাড়ি ফিরে যাও’।
পেলোসি গত সোমবার সিঙ্গাপুর ভ্রমণ দিয়ে তার এশিয়া সফর শুরু করেন। তার সফরসূচিতে তাইওয়ান সফরের বিষয়টি উল্লেখ ছিল না। তবে তার তাইওয়ান সফরের পরিকল্পনা কয়েকসপ্তাহ ধরেই গুঞ্জন চলছিল। তাইওয়ানের এক কর্মকর্তা বলেছেন, রাতে পেলোসি তাইপেতে থাকবেন।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে কাউন্সিলরের বিরুদ্ধে দুদকের মামলা
পরবর্তী নিবন্ধতেল গেল ফুরাইয়া…