চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমেদুর রহমান ছিদ্দিকী বলেন, অতীতে চরম প্রতিকূল অবস্থার মধ্যেও আওয়ামী লীগ জনগণ সাথে নিয়ে সকল সংকট উত্তরণ করেছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বৈশ্বিক অর্থনৈতিক মন্দার বাস্তবতার আলোকে বিদ্যমান সংকটগুলো সমাধান করতে উদ্যোগী ভূমিকা পালন করে চলেছেন। তাই একটি অপশক্তি ঈর্ষাকাতর হয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে অপতৎপরতা চালাচ্ছে। দেশপ্রেম বিবর্জিত এই অপশক্তিকে মোকাবেলায় তৃণমূলস্তরের নেতাকর্মীদের জনগণের সাথে মিশে অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
গতকাল বিকেলে ৪২নং নাসিরাবাদ সাংগঠনিক ওয়ার্ডের ক ইউনিটের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, বিএনপি-জামাত ঠুনকো অজুহাতে অরাজকতা সৃষ্টির অপউদ্দেশ্যে যে তথাকথিত রাজনৈতিক কর্মসূচির ঘোষণা দিয়েছে তা প্রকৃত অর্থেই জনগণকে বিভ্রান্ত করে নিজেদের কুমতলব হাসিল করার জন্যই। এর সঙ্গে কোনভাবেই জনসম্পৃক্ততা নেই।
ক ইউনিটের সভাপতি এম.এ মান্নান খানের সভাপতিত্বে এবং আনিসুর রহমান মনির ও সালাহ উদ্দিন লেদুর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সৈয়দ আমিনুল হক, ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খয়রাতি মিয়া চৌধুরী, কাউন্সিলর মোরশেদুল আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আবু তাহের, শাহিনুল আলম, দ্বিতীয় অধিবেশনে শাহিনুল আলমকে সভাপতি ও সৈয়দ মো. আসাদ সর্দারকে সাধারণ সম্পাদক করে ৪২নং ওয়ার্ড আওয়ামী লীগের ক ইউনিটের নতুন কার্যকরী কমিটি গঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।