চুয়েট গণিত এলামনাই এসোসিয়েশনের মতবিনিময় সভা

| শনিবার , ৩০ জুলাই, ২০২২ at ৬:০৬ পূর্বাহ্ণ

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো চুয়েট গণিত এলামনাই এসোসিয়েশন। গত ২৮ জুলাই বিভাগের শিক্ষকবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসোসিয়েশনের কার্যকরী কমিটি ঘোষণা করেন চুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. শেখ মোহাম্মদ হুমায়ূন কবির। এসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ইফতেখার মনিরের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. আশুতোষ সাহা ও গণিত বিভাগের প্রধান প্রফেসর ড. উজ্জ্বল কুমার দেব। এসময় গণিত বিভাগের সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, চুয়েট গণিত বিভাগের জন্য গতকাল একটি স্মৃতিময় দিন। সাধারণত এলামনাই এসোসিয়েশন বিভাগ ও প্রাক্তন ছাত্রদের মাঝে একটি সেতুবন্ধন তৈরি করে। আমাদের আশা এ সংগঠনটি বিভাগ তথা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ও উন্নয়নের প্ল্যাটফর্ম হিসাবে কাজ করবে। সারাদেশের মধ্যে গবেষণায় চুয়েটের গণিত বিভাগের ভূমিকা ঈর্ষণীয়। সর্বোপরি এ অঞ্চলে গণিতের জনপ্রিয়তা বাড়াতে ভূমিকা রাখবে বলে বক্তারা প্রত্যাশা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে বিশ্ব জনসংখ্যা দিবস পালন
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে কৃষি উপকরণ বিতরণ