জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে এখন সেখানে অবস্থান করছে সোহান-লিটন-মোস্তাফিজরা। আর ওয়ানডে সিরিজ খেলতে অধিনায়ক তামিম সহ মাহমুদ উল্লাহ, মুশফিক, তাইজুল রওয়ানা হবে আজ। পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ সফরে দেশ ছাড়বে বাংলাদেশ ‘এ’ দলও। বাংলাদেশ ‘এ’ দল ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি চারদিনের ম্যাচ এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে। আজ শুক্রবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে দেশ ছাড়বে মোহাম্মদ মিঠুনের নেতৃত্বাধীন বাংলাদেশ ‘এ’ দল। এরপর রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সে করে জিম্বাবুয়ের পথে যাত্রা শুরু ৪ ওয়ানডে স্পেশালিস্ট তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও তাইজুল ইসলাম। বাংলাদেশ জাতীয় দল এবং বাংলাদেশ ‘এ’ দল একসঙ্গে দেশের বাইরে সফর করেনি নিকট অতীতে। দীর্ঘসময় পর আবারও একসঙ্গে সফরে দেশের বাইরে বাংলাদেশের এই দুটি দল।
জাতীয় দলের পাশাপাশি ‘এ’ দলও একই সময় দেশের বাইরে খেলতে যাচ্ছে। এদিকে বাংলাদেশ জাতীয় দল জিম্বাবুয়ের হারারেতে আজ ২৯ জুলাই অনুশীলন করে আগামীকাল জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে প্রথম মাঠে নামবে।