ম্যাচ বাঁচাতে পারল না পাকিস্তান, সিরিজ ড্র

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ২৯ জুলাই, ২০২২ at ৫:০৭ পূর্বাহ্ণ

জিততে হলে গড়তে হতো বিশ্ব রেকর্ড। শেষ দিনের পিচে চারশ ছাড়ানো লক্ষ্য প্রায় অসম্ভব হলেও অন্তত ম্যাচ বাঁচানোর সম্ভাবনা ভালোমতোই টিকে ছিল পাকিস্তানের। কিন্তু প্রবাথ জয়াসুরিয়া ও রমেশ মেন্ডিসের সামনে আরও একবার পথ হারিয়ে ফেলল তারা। যেতে পারল না লক্ষ্যের ধারে কাছেও। বিশাল ব্যবধানে জিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ সমতায় শেষ করল শ্রীলঙ্কা। সিরিজ জিততে গলে দ্বিতীয় ও শেষ টেস্টের শেষ দিনটা পার করে দিলেই চলত পাকিস্তানের। হাতে ছিল ৯ উইকেট। কিন্তু অধিনায়ক বাবর আজম ছাড়া আর কেউ ইনিংস বড় করতে পারলেন না। ফলে ৫০৮ রানের পাহাড়সম লক্ষ্যে নেমে ২৬১ রানে গুটিয়ে গেল তারা। ২৪৬ রানের জয় নিয়ে ১-১ এ সিরিজ শেষ করল শ্রীলঙ্কা।
বাঁ হাতি স্পিনে বাবরের সবচেয়ে মূল্যবান উইকেটসহ ১১৭ রান খরচায় ৫ উইকেট নেন জয়াসুরিয়া। ৪ উইকেট নেন রমেশ মেন্ডিস। তবে দ্বিতীয় ইনিংসে ১০৯ রান করে প্রতিপক্ষকে পাঁচশ ছাড়ানো লক্ষ্য ছুঁড়ে দেওয়ার কারিগর ধনাঞ্জয়া ডি সিলভা জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার। এক উইকেটে ৮৯ রান নিয়ে চতুর্থ দিন শেষ করা পাকিস্তানের আর দরকার ছিল ৪১৯ রান। যেকোনো পিচেই শেষ দিনে তা ভীষণ কঠিন। তবে ম্যাচ বাঁচানোর ভালো সুযোগ ছিল তাদের। সে লক্ষ্যে দিনের শুরুতেই জোর ধাক্কা খায় সফরকারীরা। তৃতীয় ওভারে ফিরে যান ইমাম-উল-হক। ৪টি চারের সাহায্যে ৪৯ রান করে মেন্ডিসের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন এই ওপেনার। মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে বাবরের জুটিতে অবশ্য শুরুর ধাক্কা ভালোভাবেই সামাল দেয় পাকিস্তান। তবে যখনই ভালো কিছুর সম্ভাবনা উঁকি দিতে শুরু করে তখনই জয়াসুরিয়ার আঘাত। রিজওয়ানকে বোল্ড করে ৭৯ রানের তৃতীয় উইকেটের জুটি ভাঙেন বাঁহাতি স্পিনার।
এরপর আর তেমন কোনো জুটি গড়তে পারেনি পাকিস্তান। উইকেটে দাঁড়াতেই পারেননি ফাওয়াদ আলম ও আগা সালমান। একপাশ আগলে রেখে অনেকটা সময় চেষ্টা করা বাবরকে এলবিডব্লিউ করে ফেরান জয়াসুরিয়া। ওখানেই স্বাগতিকদের জয়ের পথ উন্মুক্ত হয়ে যায়। শেষ ৪ উইকেটে পরাজয়ের ব্যবধানই কমিয়েছে পাকিস্তান। প্রথম ইনিংসে ৮০ রানে তিন উইকেট নেওয়া জয়াসুরিয়ার ম্যাচে শিকার ৮ উইকেট। সিরিজের প্রথম টেস্টে দল হারলেও তিনি ঠিকই ছিলেন সফল।

পূর্ববর্তী নিবন্ধআজ ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল
পরবর্তী নিবন্ধক্রিকেট থেকে পুরোপুরি বিশ্রামে মোমিনুল