সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব বলেছেন, বাংলাদেশের যা কিছু অর্জন, সবগুলোর নেতৃত্বে ছিলো আওয়ামী লীগ। জাতির পিতার নেতৃত্বে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি আর শেখ হাসিনার নেতৃত্বে পেয়েছি অর্থনৈতিক মুক্তি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে নির্বাচিত করে শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রাকে আরো অনেক দূর নিয়ে যেতে হলে এখন হতে তৃণমূলকে ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে শক্তিশালী করতে হবে।
তিনি আরো বলেন, পদ-পদবী ক্ষণস্থায়ী, যারা পদ পদবীর জন্য রাজনীতি করেন তারা বেশীদিন মানুষের মাঝে টিকে থাকতে পারেন না। তবে সততা, নিষ্ঠা এবং নেতৃত্বের গুণাবলী দিয়ে রাজনীতি করে গেলে সংগঠন অবশ্যই মূল্যায়ন করবে।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সবুজ সওদাগরের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্মেলনের উদ্বোধক ছিলেন ছদাহা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান। ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী।
বক্তব্য রাখেন সালাহউদ্দিন শাহরিয়ার চৌধুরী, মোহাম্মদ শাহাজাহান, মোর্শেদ হোসেন চৌধুরী, নাজিম উদ্দিন, মোরশেদুল আলম দুলু, নাসিমুল করিম শিকদার, নুরুচ্ছফা কোম্পানী, আবু সালেহ শান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী, কে এম পারভেজ, রাকিব চৌধুরী, আমানুল্লাহ ভুইয়া, সালাহউদ্দিন চৌধুরী তাহিল প্রমুখ।
সম্মেলনে ৭ নং ওয়ার্ডে সভাপতি পদে শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার, ৮ নং ওয়ার্ডে সভাপতি পদে মোস্তাক আহমদ, সাধারণ সম্পাদক মো. ফারুক, ৯ নং ওয়ার্ডে সভাপতি পদে সবুজ সওদাগর, সাধারণ সম্পাদক নুরুল হককে নির্বাচিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।










