আমরা পতেঙ্গার বৃহত্তম হোসেন আহম্মদ পাড়া কেন্দ্রীয় মসজিদের ধর্মপ্রাণ মুসল্লি। আমরা আইনশৃঙ্খলা বাহিনী, মাননীয় মেয়র মহোদয় ও সংশ্লিষ্ট প্রশাসনের নিকট দৃষ্টি আকর্ষণ করে বলছি, একটি চাঁদাবাজ সন্ত্রাসী পক্ষ এম.এ আজিজ ভিআইপি সড়ক ও হোসেন আহম্মদ পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনে মূল সড়কে বিভিন্ন অবৈধ দোকান বসিয়ে দিয়েছে। এসব অবৈধ দোকানের কারণে হোসেন আহম্মদ পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ও কেন্দ্রীয় কবরস্থানের জিয়ারতের জায়গা ময়লা আবর্জনার দুর্গন্ধের কারণে কেন্দ্রীয় মসজিদে নামাজ আদায় ও জিয়ারত করতে কষ্ট হচ্ছে। এছাড়া সড়কটি রিফাইনারী/ সাইলো/ টিএসপির মূল রাস্তা হওয়ায় গাড়ী চলাচলের উক্ত সড়কে যানজট ও প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। ইতিপূর্বে চলন্ত গাড়ী দোকানে উঠিয়ে দিলে ৩জন পথচারীও মারা যায়। যা বর্তমানে মুসল্লি এবং পথচারীদের জন্য অতি বিপদজ্জনক হয়ে পড়েছে। পাশাপাশি এসব দোকানকে ঘিরে রাতে জুয়ার আড্ডা ও ইয়াবা বিক্রির একটি নিরাপদ জায়গা হিসেবে ব্যবহৃত হচ্ছে।
অতএব, বিষয়টি তদন্ত পূর্বক যথাযথ বিবেচনায় নিয়ে অবৈধ দোকানগুলো উচ্ছেদ করে নির্বিঘ্নে মসজিদের সৌন্দর্য ও কবরস্থানের পবিত্রতা রক্ষার্থে যথাযথ ব্যবস্থা গ্রহণ করলে আপনার প্রশাসনের নিকট চির কৃতজ্ঞ থাকবো।
মোঃ রায়হান রানা
হোসেন আহম্মদ পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ
মুসল্লি পরিষদ।











