অমর্ত্য সেন তার পরিবারের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে জানিয়েছেন, অনেক পুরস্কার তিনি পেয়েছেন। এবার নতুন কাউকে ওই সম্মান দেওয়া হোক। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দেওয়া বঙ্গবিভূষণ পুরস্কার নিচ্ছেন না বলে খবর এসেছে ভারতীয় সংবাদমাধ্যমে। তার পরিবারের বরাত দিয়ে পিটিআই জানিয়েছে, পুরস্কার নিতে অপারগতার কথা অমর্ত্য সেন জুলাই মাসের শুরুতেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কর্মকর্তাদের জানিয়ে দেন। সোমবার বিকেলে নজরুল মঞ্চে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টদের হাতে বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ পুরস্কার তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খবর বিডিনিউজের।