কবি-সাংবাদিক, দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক অরুণ দাশগুপ্তের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম গুণীজন স্মরণসভা কমিটির উদ্যোগে গত বৃহস্পতিবার বিকেল ৫টায় চট্টগ্রাম একাডেমি হল মিলনায়তনে স্মরণসভা অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক লায়ন সুজিত কুমার দাশের সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক আলী আহমেদ শাহিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী। অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক মো. খোরশেদ আলম, কেন্দ্রীয় যুবলীগ নেতা ছাবের আহমদ চৌধুরী, নাট্যজন সজল চৌধুরী, আওয়ামী লীগ নেতা আলী নেওয়াজ, কবি আশীষ সেন, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, অধ্যক্ষ নজরুল ইসলাম খান। স্বাগত বক্তব্য রাখেন প্রণবরাজ বড়ুয়া। বক্তব্য রাখেন কবিয়াল কল্পতরু ভট্টাচার্য্য, মোহাম্মদ হোসেন, মাওলানা মাহবুবুর রহমান, সাংবাদিক রোজী চৌধুরী, পারভিন আক্তার চৌধুরী, লায়ন ইয়াসমিন কবির, সাবিনা জাহান রক্সি, এস এম দিদারুল আলম, জাহাঙ্গীর আলম রানা, মোফাজ্জ্বল হায়দার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সুষ্ঠু ও সুন্দর সংস্কৃতি চর্চায় তরুণ প্রজন্মের প্রতিভায় গতিশীলতার পক্ষে কাজ করেছেন কবি অরুণ দাশগুপ্ত। সাংবাদিকতায় তিনি ছিলেন একজন অনন্য ও কর্মবীর মানুষ। অপসংস্কৃতির বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ও সাহসী ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধের চেতনায় সব মহলকে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন অরুণ দাশগুপ্ত। প্রেস বিজ্ঞপ্তি।












