চবির পরিবহন পুলে যুক্ত হলো তিনটি গাড়ি

| শনিবার , ২৩ জুলাই, ২০২২ at ৫:৩৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) পরিবহন পুলে যুক্ত হলো তিনটি গাড়ি। এগুলো হলো এসি বাস, নোহা ও হাইচ মাইক্রোবাস। গাড়িগুলো গত অর্থবছরে জুন মাসে ক্রয় করা হয়েছিল। গত বৃহস্পতিবার বিকালে ক্রয়কৃত গাড়িগুলো চলাচলের জন্য উন্মুক্ত করেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।
এ সময় চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুল হক, মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম, চবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. সেলিনা আখতার ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. সজীব কুমার ঘোষ, কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শ্যামল রঞ্জন চক্রবর্তী, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনার পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আবদুল্লাহ মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
উপাচার্য বলেন, চবিতে কর্মরত শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের বড় একটি অংশ বসবাস করে চট্টগ্রাম শহরে। চবি চট্টগ্রাম শহর থেকে ২২ কিলোমিটার দূরে অবস্থিত হওয়ায় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করা অনেক কস্টসাধ্য হয়ে পড়ে। যাতায়াতের এ সমস্যা সমাধানের জন্য প্রশাসন খুবই আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধবর্ধিত জনসংখ্যাকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হিসাবে গড়ে তুলতে হবে