স্বামী আহমেদ ফাহাদ জামালের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে দ্বিতীয় বিয়ের খবর দিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা।
মাস দুয়েক আগে একটি বহুজাতিক কোম্পানীর কর্মকর্তা আশফাকুর রহমান রবিনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন বলে জানান পূর্ণিমা। খবর বিডিনিউজের।
বিয়েতে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তিন বছর আগে থেকে তাদের বন্ধুত্ব; পরে পরিণয়ে রূপলাভ করল। রবিন সিডনির একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। চলতি বছরের শেষ দিকে তাদের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে।
২০০৭ সালের ৪ নভেম্বর আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেন পূর্ণিমা। ২০১৪ সালে তাদের মেয়ে আরশিয়া উমাইজার জন্ম হয়েছে। রবিনের সঙ্গে বিয়ের খবর প্রকাশ্যে আসার পর ফাহাদের সঙ্গে পূর্ণিমার বিচ্ছেদের খবর সামনে এল; তাদের কবে বিচ্ছেদ হয়েছে-তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।











