সকল ষড়যন্ত্র মোকাবিলা করে বিএনপি এক ও ঐক্যবদ্ধ

বিক্ষোভ সমাবেশে বক্কর

| শুক্রবার , ২২ জুলাই, ২০২২ at ৬:৩৪ পূর্বাহ্ণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগনের আস্থা ও বিশ্বাসের প্রতিচ্ছবি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর। তিনি তারেক রহমানকে নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর ধৃষ্টতাপূর্ণ বক্তব্য প্রত্যাহার করে মন্নাফীকে তারেক রহমানের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, তারেক রহমান তৃণমূল পর্যায়ে তরুণ সমাজকে জাতীয়তাবাদী রাজনীতিতে উদ্বুদ্ধ করেছিলেন। তার সাংগঠনিক দক্ষতা ও জনপ্রিয়তাকে আওয়ামী লীগ ভয় পায়।

তারেক রহমানের নেতৃত্বে সরকারের সকল ষড়যন্ত্র ও কুটকৌশল মোকাবেলা করে বিএনপি এক ও ঐক্যবদ্ধ। তিনি গতকাল বৃহস্পতিবার বিকেলে কাজীর দেউড়ির নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, লোডশেডিংয়ের জন্য সরকারের লুটপাট দায়ী। কারণ বিদ্যুৎ উৎপাদন হোক আর না হোক, কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের মালিকেরা টাকা পাবে। এই লোডশেডিংয়ের কারণেই সরকারের পতন ত্বরান্বিত হবে।

মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, মহানগর বিএনপির সি. যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, যুগ্ম আহ্বায়ক মো. মিয়া ভোলা, অ্যাডভোকেট আবদুস সাত্তার, সৈয়দ আজম উদ্দীন, এস এম সাইফুল আলম প্রমুখ।

মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ধৃষ্টতাপূর্ণ বক্তব্য প্রদানের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশার নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরীর জামালখান মোড় থেকে মিছিল শুরু হয়ে আসকার দিঘির পাড়, কাজীর দেউড়ি মোড় প্রদক্ষিণ করে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সহ-সভাপতি নাছির উদ্দিন চৌধুরী নাসিম, তথ্য ও গবেষণা সম্পাদক মো. আলাউদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিন, জিয়াউল হক মিন্টু, মো. সালাউদ্দিন, মো. ইদ্রিস সবুজ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম এওটিএস এলামনাই সোসাইটির শোকসভা
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু