হিন্দু ফাউন্ডেশনের চিকিৎসা অনুদান প্রদান

| শুক্রবার , ২২ জুলাই, ২০২২ at ৬:২৯ পূর্বাহ্ণ

আর্থ মানবতার সেবায় বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের সহায়তা অব্যাহত থাকবে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হিন্দু ফাউন্ডেশন মিলনায়তনে চিকিৎসা ও বিবাহ অনুদান প্রদানকালে নেতৃবৃন্দ এ কথা বলেন।

এ সময় বিভিন্ন জটিল রোগে আক্রান্ত সঞ্জয় বিশ্বাস, তপন চন্দ্র দাশ, আকাশ চক্রবর্তী, সুইটি দাশ, ঝিনু দাশকে চিকিৎসা সাহায্য হিসেবে নগদ ১০ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।

এছাড়াও বিবাহ সাহায্যের আবেদনকারীদেরকে নগদ ৫ হাজার টাকা করে বিবাহ অনুদান প্রদান করা হয়। অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহিফা চেয়ারম্যান দুলাল কান্তি মজুমদার, মহাসচিব অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, শ্যামল কুমার পালিত, অধ্যাপক হারাধন নাগ, অধ্যাপক নারায়ণ কান্তি চৌধুরী, আশুতোষ সরকার, প্রকৌশলী উদয় শেখর দত্ত, বিশ্বজিৎ পালিত, অ্যাডভোকেট সুমন কৃষ্ণ দাশ ও অজিত কুমার দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় রায়পুর ইউনিয়নে চার মাসে ১ কোটি ৬৪ লাখ টাকার উন্নয়ন
পরবর্তী নিবন্ধলামায় গলায় ফাঁস দিয়ে দাখিল পরীক্ষার্থীর আত্মহত্যা