আনোয়ারায় রায়পুর ইউনিয়নে চার মাসে ১ কোটি ৬৪ লাখ টাকার উন্নয়ন

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ২২ জুলাই, ২০২২ at ৬:২৮ পূর্বাহ্ণ

আনোয়ারায় রায়পুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিগত চার মাসে গ্রামীণ অবকাঠামো ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে উন্মুক্ত ওয়ার্ড সভা করেছেন ইউনিয়নের চেয়ারম্যান আমিন শরীফ। গত রোববার রায়পুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়নের সকল ইউপি সদস্য ও গন্যমান্য ব্যাক্তি বর্গের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়নের চেয়ারম্যান আমিন শরীফের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান আবু ছৈয়দ।

বক্তব্য রাখেন ইউপি সদস্য ডা. ছৈয়দ নুর, মো. ইসহাক, তৌহিদুল আলম, জাহাঙ্গীর আলম, আবদুল গফুর, মো মহিউদ্দিন, মো. রফিক, মো. আলমগীর, মাস্টার মনির উদ্দিন, মহিলা সদস্য শাহিদা আক্তার ডলি, জালাল উদ্দিন, নুরুল হক, হাসনাইন মোস্তাফিজ টুটুল, শরীফ সিদ্দিকী প্রমুখ।

সভাপতির বক্তব্যে চেয়ারম্যান আমিন শরীফ বলেন, বিগত চার মাসে আনোয়ারা কর্ণফুলীর অভিভাবক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির সার্বিক সহযোগিতায় ইউনিয়নের ৯ ওয়ার্ডে ১ কোটি ৬৩ লাখ ৯৩ হাজার ৬৫০ টাকার উন্নয়ন মূলক কাজ সম্পন্ন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনাগরিক সমাজের উদ্যোগে কর্নেল তাহেরের স্মরণসভা
পরবর্তী নিবন্ধহিন্দু ফাউন্ডেশনের চিকিৎসা অনুদান প্রদান