খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোবাইদা আক্তারের অপসারণের দাবিতে দোকান বন্ধ রেখেছে ব্যবসায়ীরা। গতকাল বুধবার ১২ ঘন্টা বাজারের সকল দোকান রেখে কর্মসূচি ঘোষণা করেছে মহালছড়ি বাজার ব্যবসায়ী সমিতি। কর্মসূচি অনুযায়ী সকাল থেকেই সকল দোকানপাট বন্ধ রয়েছে।
মহালছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সুনীল দাশ বলেন, ইউএনও জোবাইদা আক্তার মহালছড়িতে যোগদানের পর থেকেই জনসাধারণের উপর অহেতুক জরিমানাসহ বিভিন্ন কাজে স্বেছাচারিতা করে যাচ্ছেন। এ কারণে ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে এ কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হয়েছে।
সমিতির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন বলেন, পাহাড় কাটার ইস্যুতে বাজারের মো. আবদুর রসিদকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ইউএনও । জরিমানা দিতে অপরাগত প্রকাশ করায় ব্যবসায়ীকে জেলে পাঠানো হয়। তিনি আরো বলেন,‘আজ (বুধবার) সন্ধ্যায় আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।’
এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোবাইদা আক্তারকে ফোন করলেও ফোন ধরেননি। প্রসঙ্গত: গত ১৭ জুলাই গভীর রাতে ২৪ মাইল নামক এলাকায় কে বা কারা এক পাহাড় কাটা হয়। এর সূত্র ধরে মহালছড়ি বাজারের আবদুর রশিদ নামের এক ব্যবসায়ী তার দোকানের মাটি ভরাটের উপড় দায় চাপিয়ে ইউএনও জোবাইদা আক্তার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা অথবা অনাদায়ে ৭ দিনের জেল দেন।