খাগড়াছড়িতে বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সংঘর্ষ

পুলিশ, সাংবাদিকসহ আহত ২০

খাগড়াছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২১ জুলাই, ২০২২ at ৭:০৭ পূর্বাহ্ণ

খাগড়াছড়ি বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনকে ঘিরে সংঘর্ষ হয়েছে। এ সময় শ্রমিক, পুলিশ, সাংবাদিকসহ মোট ২০ জন আহত হয়েছেন। গতকাল বুধবার বিকালে পৌর বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বলেন, ভোটদানের নির্ধারিত সময় শেষ হচ্ছে যাচ্ছিল, কিন্তু তখনও অনেক ভোটার ভোট দিতে পারে নাই। ভোট কেন্দ্রে জায়গা সংকুলন হচ্ছিলো না। এটা নিয়ে অসন্তোষ থেকে সংঘর্ষের সূত্রপাত। শ্রমিকেরা নিজেরায় সংঘর্ষে জড়িয়েছে। এ সময় পুলিশকে তারা অবরুদ্ধ করা রাখে। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে।

এর মধ্যে একজন শ্রমিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খাগড়াছড়ির পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজ বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আমরা শ্রমিক নেতাদের সাথে বৈঠক করেছি। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমহালছড়িতে দোকান বন্ধ রেখে ইউএনও’র অপসারণ দাবি
পরবর্তী নিবন্ধহাই কোর্টে শুনানি শুরু ১৮ অক্টোবর