জিইসিতে নারীকে গণধর্ষণের অভিযোগ, আটক ৩

৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৯ জুলাই, ২০২২ at ৫:৫০ পূর্বাহ্ণ

৯৯৯-এ ফোন পেয়ে খুলশীতে গণধর্ষণের শিকার হওয়া এক নারীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ৩ ধর্ষককে আটক করা হয়। পালিয়ে যায় আরও তিনজন। গত রোববার মধ্যরাতে নগরীর খুলশী থানাধীন জিইসিতে অবস্থিত সাদিয়াস কিচেনের সামনে এ ঘটনা ঘটেছে। খুলশী থানার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার রাত একটার দিকে রিকশাচালক মো. আব্দুল হান্নানের রিকশায় চড়ে এক নারী (২৮) জিইসি বাটা গলিস্থ সাদিয়াস কিচেনের সামনে এলে তিন যুবক রিকশার গতি রোধ করে। পরে ওই নারীকে জোরপূর্বক ফ্লাইওভারের নিচে নার্সারির পশ্চিম পাশে অস্থায়ী টং ঘরের ভিতরে নিয়ে যায়। সেখানে ৬ যুবক মিলে তাকে গণধর্ষণ করে।

এ সময় ভিকটিমের চিৎকার শুনে রিকশাচালক মো. আব্দুল হান্নান জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। এরপর খুলশী থানার ডিউটিরত মোবাইল টিম তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমকে উদ্ধার করে। ঘটনায় জড়িত ফারুক হোসেন, আব্দুর রহমান ও আরিফ নামে তিন ধর্ষককে আটক করে। অন্য তিনজন এ সময় পালিয়ে যায়।

খুলশী থানা সূত্রে জানা যায়, রিকশাচালক মো. আব্দুল হান্নান পুলিশকে পুরো বিষয়টি জানায়। পুলিশ ভিকটিমের বক্তব্য গ্রহণ করে এবং ভিকটিমকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন। আটককৃত ও পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে ভিকটিম বাদী হয়ে মামলা দায়ের করেন। আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ৩ লাখ ৬২ হাজার টিকা প্রদানের লক্ষ্য
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে এ পর্যন্ত ৬৫ ডেঙ্গু রোগী শনাক্ত