ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ক্যারিবীয়দের হোয়াইট ওয়াশ করার সময়েই তামিম ঘোষণা দিলেন তিনি টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন। এর আগে ঘোষণা দিয়ে ৬ মাস টি-টোয়েন্টি ফরম্যাট থেকে ছুটি নিয়েছিলেন তামিম। তারও আগে গত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেননি।
মূলত ২০২০ সালের মার্চের পর আর এই ফরম্যাটের আন্তর্জাতিক মঞ্চেই নামেননি তামিম। শনিবার গভীর রাতে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওয়ানডে সিরিজ ৩-০ তে সিরিজ জেতার পর হঠাৎ নিজের ফেসবুক পেইজে অবসরের ঘোষণা তামিমের। অবশ্য ফেসবুকে টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সম্বলিত পোস্ট দেওয়ার আগে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন এবং একাধিক শীর্ষকর্তার সঙ্গে কথা বলে নিয়েছেন তামিম।
তাদেরকে নিজের ইচ্ছের কথা জানিয়েও দিয়েছিলেন। বোর্ডের পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান তামিম তো বোর্ড সভাপতি ও আমাদের সঙ্গে আগেই কথা বলেছে। সেখানেই তার ইচ্ছের কথা জানিয়েছে সে।
এদিকে টি-টোয়েন্টি ফরম্যাট থেকে তামিমের অবসরের ঘোষণা নিয়ে জালাল ইউনুস কোনো মন্তব্য করেননি। তামিমের এই অবসরের সিদ্ধান্ত পুনঃবিবেচনার কথা বলা হবে কি না তাও জানাননি তিনি।