মুফতি আবদুল হালিম বোখারী (রহ:) স্মরণে সভা

| রবিবার , ১৭ জুলাই, ২০২২ at ১০:৩৩ পূর্বাহ্ণ

বাঁশখালী ওলামা পরিষদের আয়োজনে আল জামেয়া পটিয়ার সাবেক প্রধান পরিচালক আল্লামা মুফতি আবদুল হালিম বোখারী (রহ:) স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল গত বৃহস্পতিবার পৌরসভার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আল্‌ জামেয়া আল ইসলামিয়া পটিয়ার প্রধান পরিচালক ওবায়দুল্লাহ হামজা।

পরিষদের সেক্রেটারী ফুজাইল বিন আবদুল জলিল ও সহসভাপতি শফকত হোসাইন চাটগামীর পরিচালনায় সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন মাওলানা রেজাউল করিম বোখারী, হাফেজ ফরিদ আহমদ আনসারী, মাওলানা শাহ নুর মোহাম্মদ, হাফেজ নুর আহমদ ও মাওলানা আবু বকর, মাওলানা নুরুল হক সুজিশ, এজাজ আহমদ চৌধুরী, মাওলানা আবদুস সত্তার, মাওলানা আজিজ, মুফতি সাঈদুল ইসলাম, হারুনুর রশিদ, কারী আবদুল ওয়াহেদ, আহমদ হোসাইন আজিজী, মাওলানা ইসমাইল, শাহ মুহাম্মদ ইউসুফ, আনিসুর রহমান বিন আবু বকর, আবদুল মালেক, আবু বকর ছিদ্দিক রজি. ইউসুফ সাঈদ, আবদুল মাজেদ, আবুল কালাম আজাদ, বড়ঘোনার মাওলানা নেছারুল হক, মাওলানা আনোয়ারুল আজিজ, আবদুশ শাকুর,্ব কামরুল ইসলাম হোসাইনী, আতাউল্লাহ ইসলামাবাদী, মোজাম্মিলুল হক, নুরুল আবছার, নেজাম উদ্দীন আল হোসাইনী, মুফতি মনসুর উদ্দিন, মাওলানা জোনাইদ, আকতার হোসাইন, আরিফ উল্লাহ শাহী, সোহাইল মাহমুদ, মাহমুদুল ইসলাম, মোহাম্মদ ইউনুস, শাহেদুর রহমান, ওসমান গণি, হেলাল উদ্দিন, গোলাম রহমান, আজগর হোসাইন ফাহিম, আবুল কালাম, মাহমুদুল ইসলাম, ওসমান কাসেমী, কায়সার হামিদ, আবদুল মাবুদ, মোজাম্মেল প্রমুখ। দোয়া মাহফিলে মুনাজাত পরিচালনা করেন শাহ নুর মোহাম্মদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে নিখোঁজ গৃহবধূর লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধএখনও সাসটেইন ব্যান্ডের গান শ্রোতাপ্রিয়