বর্ষা মৌসুম শুরু হওয়ায় চলনবিলে পানি বাড়তে শুরু করেছে। পানি বাড়তেই বেড়ে চলেছে চলনবিলের আসল সৌন্দর্য। উপচে পড়া পানির ঢেউ যেন সমুদ্র সৈকত। এই সৌন্দর্য উপভোগ করতে দলে দলে পর্যটক আসতে শুরু করেছে।
নৌকা নিয়ে ঘুরে-ফিরে দেখছে চলনবিলের অপার সৌন্দর্য। চলনবিলও মুগ্ধতা ছড়াচ্ছে পর্যটকের মাঝে। আবার অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনাও ঘটাচ্ছে কতিপয় পর্যটকমহল। দূরদূরান্ত থেকে আগত পর্যটকরা চলনবিলে নৌকা ভ্রমণের বিপরীতে অশ্লীলতা ছড়াচ্ছে। উচ্চ শব্দে মাইকে গান বাজিয়ে অশ্লীল অঙ্গভঙ্গিতে নাচানাচি করছে তারা। শুধু তাই নয়, এসব নৌকায় থাকছে নারী ও হিজড়া যারা কিনা যুবকদেরকে যৌনতায় উদ্বুদ্ধ করে নষ্টের মুখোমুখি করছে যুবসমাজকে।
চলনবিলে নৌকা ভ্রমণের নামে যারা অশ্লীলতা ছড়াচ্ছে, সুন্দর পরিবেশ নষ্ট করছে, তারা মূলত বহিরাগত। এই বহিরাগতদের কারণে চলনবিলের স্থানীয় বাসিন্দা ও পর্যটকগণ বিব্রতবোধ করছেন। তারা পরিবার-পরিজন নিয়ে ঘুরতে গিয়ে অপমানিত বোধ করছে। চলনবিল ভ্রমণের আগ্রহ হারাচ্ছে অনেকেই। চলনবিল ভ্রমণে মানুষ আগ্রহ হারালে যারা চলনবিলকে ঘিরে ব্যবসা করে, তারা কর্মও হারাতে পারে। এমতাস্থায় স্থানীয়দের দাবি, প্রশাসনের নৌ টহলের মাধ্যমে সুষ্ঠু পরিবেশ বজায় রাখা। যারা নৌকা ভ্রমণে গিয়ে অশ্লীলতা ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
মোহাম্মদ অংকন
চলনবিল, সিংড়া, নাটোর।