সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরেন। তাদের বস্তুনিষ্ঠ সংবাদের কারণে স্থানীয় ও জাতীয় অনেক সমস্যা জনপ্রতিনিধিরা সহজে সমাধান করতে পারেন। তাই দেশের উন্নয়নকে তরান্বিত করতে হলে সাংবাদিক, জনপ্রতিনিধিসহ সকলকে এক হয়ে কাজ করতে হবে। গত বৃহস্পতিবার ঈদুল আজহা পরবর্তী বোয়ালখালী প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনীতে প্রধান অতিথির বক্তব্যে পৌরসভার মেয়র মো. জহুরুল ইসলাম জহুর এসব কথা বলেন। প্রেসক্লাবের সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন সাংবাদিক লোকমান চৌধুরী। সংগঠনের সাধারণ সম্পাদক ফারুক ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর হাজী নাছের আলী, কাউন্সিলর জাহাঙ্গীর আলম, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এডভোকেট সেলিম চৌধুরী, খরণদ্বীপ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোহাম্মদ ইউছুপ, উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক শামসুল করিম লিটন, পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক আশরাফ উদ্দিন কাজল। এতে আরো বক্তব্য রাখেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী, মো. এমরান, অর্থ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, প্রচার সম্পাদক এস এম নঈম উদ্দিন, প্রভাস চক্রবর্তী, সাইফুদ্দীন খালেদ, মো. খোরশেদ আলম, জাহিদ হাসান, শাহা আলম বাবলু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











