জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনসহ বিভিন্ন দাবিতে ডাকা আগামী শনিবার চেরাগী পাহাড় চত্বরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল সফল করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শ্যামল কুমার পালিত। গতকাল বুধবার চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদ আয়োজিত বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
চট্টগ্রাম জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক চেয়ারম্যান অসীম কুমার দেবের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- সহসভাপতি বিপুল কান্তি দত্ত, অ্যাডভোকেট চন্দন বিশ্বাস, বিজয় গোপাল বৈষ্ণব, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালিত, সাংগঠনিক সম্পাদক কল্লোল সেন, অ্যাডভোকেট রুবেল পাল, বলরাম চক্রবর্তী, অ্যাডভোকেট পংকজ কুমার চৌধুরী, কাঞ্চন আচার্য, রূপক শীল, রূপেন চৌধুরী, কাজল শীল, রিমন মুহুরী, অমিত লালা, নিউটন সরকার, রণজিৎ কুমার শীল, পুলক চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন- অনুপ রক্ষিত, অধ্যাপক শিপুল কুমার দে, সুপায়ন সুশীল, প্রকৌ. রণি সরকার, লিংকন চক্রবর্তী, লায়ন সন্তোষ কুমার নন্দী, সুজিত কুমার দাশ, তাপস দে, অর্ক মিত্র, অজয় শীল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।