রোটারী ইন্টারন্যাশনাল জেলা ৩২৮২ বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চল ৩২ টি রোটারী ক্লাবের সার্বিক সহযোগিতায় গত ১১ জুলাই বেলা ২টায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১০হাজার সুবিধা বঞ্চিত জনগনের মাঝে তৈরী খাবার বিতরণ অনুষ্ঠান প্রোগ্রাম চেয়ার, এডিশনাল এরিয়া ডাইরেক্টর সিপি আবু হাসনাত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন ডিস্ট্রিক সেক্রেটারি মো. শাহজাহান, এরিয়া এডভাইজার ডা. মঈনুল ইসলাম মাহমুদ, ডিস্ট্রিক ট্রেনিং লিডার, সাবেক অধ্যক্ষ ডা. ইমরান বিন ইউনুস, এডিশনাল ডিস্ট্রিক কোডিনেটর সিপি মো. নজরুল ইসলাম নান্টু, এসিসন্টেন্ট গভর্নর সুদীপ কুমার চন্দ, ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, জামাল খান ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হাসেম চৌধুরী বাবুল, সিনিয়র সহ-সভাপতি মো. সাহাবুদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুর সবুর, মাসুদুর রহমান খান, সিপি মো. নাঈম উদ্দিন, ডেপুটি গভর্নর জামাল উদ্দিন আহমেদ, মো. মোসলিম উদ্দিন, জোনাল কোন অডিনেটর ইসামতি, রোটারিয়ান, মো. এমদাদুল আজিজ চৌধুরী, আশেক এলাহী, কোহিনুর বেগম, জিয়াউদ্দিন শাকিল, নাসির মিয়া, সুমন দেবনাথ, আবু হাসান চৌধুরী, আবু নাছের চৌধুরী, সৈয়দা শাহানা আরা বেগম, সাইফুদ্দিন শাহী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।