কোভিড মহামারী কাটিয়ে ছাত্রছাত্রীদের নানাবিধ ঘাটতি পূরণ ও মানসিকভাবে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে প্রিমিয়ার ইউনিভার্সিটি স্থাপত্য বিভাগ নানা উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি অনুষ্ঠিত হয় দুদিনব্যাপী আর্কিটেকচারাল মডেল মেকিং কর্মশালা। কর্মশালা পরিচালনা করেন মডেল মেকিং এক্সপার্ট স্থপতি তাজউদ্দিন তালুকদার সৈকত এবং বিভাগের শিক্ষকমণ্ডলী। ছাত্রছাত্রীদেরকে আর্কিটেকচারাল মডেল বানানোর নানা কৌশল, নানাবিধ ম্যাটেরিয়ালস পরিচিতি, কম্পিউটার প্রযুক্তির ব্যাবহার, যথাযথ পরিকল্পনা ও সৃজনশীলতার সাথে একটি সফল মডেল তৈরির দক্ষতা বাড়াতে সাহায্য করাই ছিলো এই কর্মশালার মূল উদ্দেশ্য। কর্মশালার প্রথমদিন ইউনিভার্সিটির কেন্দ্রীয় অডিটোরিয়ামে স্থপতি তাজউদ্দিন তালুকদার সৈকত মডেল মেকিং-এর তাত্ত্বিক বিশ্লেষণ এবং প্রফেশনাল পর্যায়ে বর্তমান যুগে মডেল মেকিং-এর গুরুত্ব তুলে ধরে একটি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন দেন এবং নানাবিধ ম্যাটেরিয়ালস পরিচিতি ও কৌশল হাতে-কলমে শিখিয়ে দেন। দ্বিতীয় দিন কর্মশালার পরিচালক ও বিভাগের শিক্ষকমণ্ডলীর তত্ত্বাবধানে সকল ছাত্রছাত্রী নানা গ্রুপে ভাগ হয়ে স্থপতিদের নানান প্রজেক্টের দশটি মডেল তৈরি করে। উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন, উপ-উপাচার্য প্রফেসর ড. কাজী শামীম সুলতানা, ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক, প্রকৌশল ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তৌফিক সাইদ, রেজিস্ট্রার জনাব খুরশিদুর রহমান এবং স্থাপত্য বিভাগের চেয়ারম্যান প্রফেসর স্থপতি সোহেল এম শাকুর এই কর্মশালায় প্রয়োজনীয় সহযোগিতা করেন ও ভার্চুয়ালি ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা দেন। পরে সেরা মডেল মেকিং তিনটি গ্রুপকে পুরস্কৃত করা হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠানে অতিথি ছিলেন ‘সিলভার ব্রিকস’ ফার্মের কর্ণধার ও বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউট চট্টগ্রাম চ্যাপ্টারের কার্যনির্বাহী পরিষদের সদস্য স্থপতি আসাদুজ্জামান এবং ‘সিলভার ব্রিকস’ ফার্মের ডিরেক্টর-পার্টনার স্থপতি অনিকেত চৌধুরী। উপস্থিত ছিলেন স্থপতি সালমা আকতার, স্থপতি ওবায়দুল হক, স্থপতি মইনুল হাসান তুহীন ও স্থপতি শেখ মাহফুজ আলম।
অতিথিরা ছাত্রছাত্রীদের কাজের ভূয়সী প্রশংসা করেন ও নিজেদের কর্মক্ষেত্রের অভিজ্ঞতা শেয়ার করেন। ভবিষ্যতে অনুরূপ বাস্তবমুখী শিক্ষা কর্মশালা চালিয়ে যেতে নানা পরিকল্পনা আলোচনা করে অতিথিবৃন্দ বিভাগের ছাত্রছাত্রীদের কর্মক্ষেত্রে দক্ষতা বাড়াতে পাশে থাকার আশ্বাস প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।












