স্বামীর সঙ্গে ঝগড়া করে গৃহবধূর আত্মহত্যা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৭ জুলাই, ২০২২ at ৬:২৭ পূর্বাহ্ণ

নগরীর পাহাড়তলীর সরাইপাড়ার পেট্রোল পাম্পের পেছনের একটি ভবনে স্বামীর সঙ্গে ঝগড়া করে লিপি শীল নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তিনি ওই এলাকার উজ্জ্বল শীলের স্ত্রী। গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় সরাইপাড়া পেট্রোল পাম্পের পেছনের নাসির ভবনে এ ঘটনা ঘটে। পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) ও চমেক হাসপাতালের ইনচার্জ সাদেকুর রহমান আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘরের দরজা বন্ধ করে আত্মহত্যার পর ওই গৃহবধূকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এক পর্যায়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধউদ্দিন মুক্তির সর্বোত্তম পথ হচ্ছে আত্মোন্নয়ন
পরবর্তী নিবন্ধবাল্যবিয়ে বন্ধে কাজ করতে হবে