নগরীর পূর্ব বাকলিয়া এলাকা থেকে ১ লাখ ৫৫ হাজার ইয়াবা উদ্ধারের একটি মামলায় দুজনকে ১৫ বছরের কারাদণ্ড, ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো এক বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁইয়ার আদালত এ রায় ঘোষণা করেন। আসামিরা হলেন শরীয়তপুর জেলার নড়িয়া থানা এলাকার ট্রাকচালক মো. আনিছ ও তার সহকারী বরিশালের কোতোয়ালী থানা এলাকার মো. কামাল হাওলাদার। আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই আসামির উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেছেন।
আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ২৮ নভেম্বর পূর্ব বাকলিয়া এলাকার একটি কনভেশন হলের সামনের সড়কে একটি ট্রাক তল্লশী করে র্যাব-৭ এর একটি টিম। এ সময় ট্রাকে থাকা গ্যাসের সিলিন্ডারের ভেতর থেকে ১ লাখ ৫৫ হাজার ইয়াবাসহ কারাদণ্ডপ্রাপ্ত দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে র্যাব-৭ এর চাঁন্দগাও ক্যাম্পের ডিএডি মো. মনিরুজ্জামান বাদী হয়ে বাকলিয়া থানায় মামলাটি করেন। পরবর্তীতে তদন্ত কর্মকর্তা তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করলে ২০২০ সালের ১১ নভেম্বর আদালত চার্জগঠন করেন।