শুলক বহর আবদুল হামিদ রোড ভরাপুকুর পাড়ে অবস্থিত মাছের দোকান জরুরি ভাবে অপসারণ করার জন্য আবেদন জানাচ্ছি। সিটি কর্পোরেশন এর ড্রেনের উপর মাছ ভর্তি ড্রাম রেখে মাছ বিক্রি, মাছ কাটা আবর্জনা, বর্জ্য ইত্যাদি নালাতে ফেলার কারণে নালার পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে, যার কারণে নালা ডুবে বর্ষায় রাস্তা প্লাবিত হয়ে যায়। তাছাড়া প্রতিদিন সকাল বিকাল ক্রেতাদের ভিড়ের কারণে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। যেখানে সেখানে মাছের নাড়িভুড়ি ফেলার কারণে এলাকার পরিবেশ ও নষ্ট হচ্ছে। কোমলমতি শিক্ষার্থীরা ও অফিসগামী লোকজনকে নাকে রুমাল দিয়ে হাঁটা চলা করতে হচ্ছে এমতাবস্থায় এ মাছ বাজারটি অন্যত্র সরিয়ে এলাকার পরিবেশ সুন্দর করার জন্য স্থানীয় কাউন্সিলর ও মাননীয় মেয়র মহোদয়ের নিকট আকুল আবেদন জানাচ্ছি।
এলাকাবাসীর পক্ষে
মোহাম্মদ আখতার হোসেন
আবদুল হামিদ রোড, ভরাপুকুর,
শুলক বহর।