রাঙামাটিতে কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টায় দুই আসামীর কারাদণ্ড-জরিমানা

রাঙামাটি প্রতিনিধি | বুধবার , ৬ জুলাই, ২০২২ at ৬:১৩ অপরাহ্ণ

পার্বত্য জেলা রাঙামাটিতে এক কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টার মামলায় দুই আসামীকে সশ্রম কারাদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

আজ বুধবার(৬ জুলাই) দুপুরে রাঙামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ.ই.এম. ইসমাইল হোসেন এ রায় প্রদান করেন।

আদালত সূত্রে জানা গেছে, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯ (৪) (খ) ধারার অপরাধে মামলার প্রথম আসামী মো. সাখাওয়াত হোসেনকে(২৮) আট বছরের সশ্রম কারাদণ্ড, ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

অপরদিকে, মামলার দ্বিতীয় আসামী মো. শাহজাহান উদ্দীন প্রকাশ শাহীন আলমকে(২২) ৫ বছরের সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আসামী মোঃ সাখাওয়াত হোসেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১২ নম্বর পূর্ব কোদালা ইউনিয়নের সিংহঘোনা গ্রামের মো. আকবর হোসেনের ছেলে এবং শাহীন আলম একই এলাকার মৃত আবু বক্কর ছিদ্দিকের ছেলে। তাদের মধ্যে সাখাওয়াত পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক।

মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, ২০২০ সালের ২০ অক্টোবর ভিকটিম কলেজছাত্রী রাজস্থলী থেকে কাপ্তাই বরইছড়ি যাওয়ার জন্য গাড়ি অপেক্ষা করছিল। এসময় অটোরিকশা চালক মো. সাখাওয়াত হোসেন ও তার সহযোগী মো. শাহজাহান উদ্দীন প্রকাশ শাহীন আলম বাঙ্গালহালিয়া বাজার থেকে কলেজছাত্রীটিকে চন্দ্রঘোনা ফেরিঘাট নিয়ে আসার কথা বলে অটোরিকশায় তোলেন। অটোরিকশা চলন্ত অবস্থায় এক পর্যায়ে অটোরিকশা চালক যাত্রীর আসনে বসে সহযোগীকে অটোরিকশা চালাতে দেন।

অটোরিকশা চালক পেছনে গিয়ে ছাত্রীটিকে ধর্ষণ চেষ্টা করেন। এসময় আরেক আসামী শাহীন আলম চালকের আসনে বসে গাড়ি চালিয়ে পুরো ঘটনায় সহায়তা করে।

এক পর্যায়ে ভিকটিম চিৎকার করে চলন্ত গাড়ি থেকে লাফ দেন। এতে তিনি মাথা, কাঁধে ও হাঁটুতে আঘাত পান। ওইদিনই ভিকটিমের পিতা চন্দ্রঘোনা থানায় মামলা দায়ের করলে আসামীদের গ্রেপ্তার করা হয়।

এদিকে, মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল রাঙামাটির বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম অভি।

তিনি বলেন, “আদালতের রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা পেয়েছে। দুই আসামীর একজনকে ৮ বছর এবং আরেকজনকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একইসাথে যথাক্রমে ১ লাখ ও ৫০ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে এক বছর ও ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।”

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
পরবর্তী নিবন্ধইউসিটিসিতে অটাম ২০২২ এর ওরিয়েন্টেশন