ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের আয়োজনে চট্টগ্রামের ইংরেজি মাধ্যম স্কুলগুলোর প্রিন্সিপাল ও প্রতিনিধিদের নিয়ে ‘প্রিন্সিপালস মিট ’ সমপ্রতি নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। ব্রিটিশ কাউন্সিল কর্মকর্তা সাবিলা শাহাবুদ্দিনের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর টম মিসিয়োসিয়া।
ডিজিটাল প্রেজেন্টেশনের মাধ্যমে বাংলাদেশে বিভিন্ন কার্যক্রমের তথ্য তুলে ধরেন ব্রিটিশ কাউন্সিল, বাংলাদেশের এক্সামস ডিরেক্টর জিম ও’নেইল। বাংলাদেশে ক্যাম্ব্রিজ ও পিয়ারসন এডেক্সেলের কান্ট্রি ম্যানেজার যথাক্রমে শাহীন রেজা ও আব্দুল্লাহ আল মামুন তাদের বিভিন্ন কার্যক্রম ও সুযোগ-সুবিধা তুলে ধরেন। এইচএসবিসি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট তানিতা চৌধুরী এবং এএইচজেড এসোসিয়েটসের সিলেট অপারেশন্স ম্যানেজার শাহীনুল ইসলাম ছাত্রদের উচ্চশিক্ষা কার্যক্রমে সহায়তা করতে তাদের কার্যক্রম সমূহের বর্ণনা দেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট সারওয়াত রেজা, একাউন্ট রিলেশনশিপ অফিসার নাকিব হায়দার ও ওসিমা জাহির, সিএমআর অফিসার সায়েদা কাউসার ফরিদ, টেস্ট ডে অফিসার রিয়াদ ফয়সাল, কাস্টমার সার্ভিস অফিসার সায়মা ইব্রাহিম ও একাউন্ট রিলেশনশিপ ম্যানেজার অভিজিৎ তালুকদার।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী স্কুলগুলোর প্রতিনিধিরা ব্রিটিশ কাউন্সিলের পরীক্ষার বিভিন্ন দিক নিয়ে ব্রিটিশ কাউন্সিল ও এক্সাম বোর্ড কর্মকর্তাদের সাথে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন।শেষে ব্রিটিশ কাউন্সিল চট্টগ্রামের ব্যবস্থাপক হারুনুর রশীদ রিয়াদ ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।











