লায়ন্স ক্লাব অব চিটাগং সন্দ্বীপের দায়িত্ব হস্তান্তর

| বুধবার , ৬ জুলাই, ২০২২ at ১১:০৮ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব অব চিটাগং সন্দ্বীপের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে লায়ন্স জেলা ৩১৫-বি-৪ এর ২য় ভাইস গভর্নর লায়ন কোহিনুর কামাল প্রধান অতিথির বক্তব্যে বলেন, দরিদ্র চক্ষু চিকিৎসা বঞ্চিত সন্দ্বীপের রোগীদের দুদিনের সেবা দিয়ে পরিপূর্ণ চিকিৎসা সেবা দেওয়া সম্ভব নয়।

তাই আগামীতে সন্দ্বীপের বিত্তশালীদের সহযোগিতা নিয়ে একটি পূর্ণাঙ্গ চক্ষু চিকিৎসা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। তিনি নগরীর একটি হোটেলে ক্লাব প্রেসিডেন্ট লায়ন কাজী জিয়াদ্দিন সোহেলের সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারি লায়ন সাইফুল ইসলামের পরিচালনায় ২০২২-২০২৩ সেবা বর্ষের নবাগত প্রেসিডেন্ট লায়ন এস.এম. আবুল কালাম আজাদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

অনুষ্ঠানের ২য় পর্বে সভাপতিত্ব করেন নবাগত প্রেসিডেন্ট এস.এম. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন জেলা কেবিনেট সেক্রেটারি লায়ন হাসান মাহমুদ চৌধুরী, জিএমটি লায়ন অ্যাড. নুরুল ইসলাম, রিজিওন চেয়ারপার্সন লায়ন আশরাফ উল্লাহ, ক্লাব ডাইরেক্টর রিজিয়ন চেয়ারপার্সন লায়ন নাসির উদ্দিন, ক্লাব ডিরেক্টর লায়ন এম এ বারী। বক্তব্য রাখেন লায়ন অ্যাড. সলিম উল্লাহ, লায়ন আলহাজ্ব ফোরকান উদ্দিন আহমেদ, লায়ন অ্যাড. কফিল উদ্দিন, লায়ন ফরিদ উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে ক্লাবের ২০২১-২২ সেবা বর্ষের কার্যক্রমের প্রামাণ্য চিত্র নিয়ে প্রকাশিত ‘স্মৃতিময় মানবতা’র মোড়ক উন্মোচন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ-মধ্য হালিশহরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ
পরবর্তী নিবন্ধব্রিটিশ কাউন্সিলের প্রিন্সিপালস মিট অনুষ্ঠান