চট্টগ্রামে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৩০

আজাদী অনলাইন | মঙ্গলবার , ৫ জুলাই, ২০২২ at ১২:৪৩ অপরাহ্ণ

গত ২৪ ঘণ্টায় ২৭৯টি নমুনা পরীক্ষা করে ৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১০ দশমিক ৭৫ শতাংশ।

মঙ্গলবার (৫ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, অ্যান্টিজেন টেস্টসহ চট্টগ্রামের ৮টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন আক্রান্ত ২৬ জন নগর এলাকার এবং ৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৪৭৪ জন।

এর মধ্যে নগরের ৯২ হাজার ৮৩৮ জন এবং উপজেলার ৩৪ হাজার ৬৩৬ জন। মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩৬৫ জনের মধ্যে ৭৩৫ জন নগরের এবং ৬৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

পূর্ববর্তী নিবন্ধট্রেড লাইসেন্স ছাড়া নগরীতে ব্যবসা করা যাবে না : মেয়র
পরবর্তী নিবন্ধবান্দরবানে ভাড়ায়চালিত মোটরসাইকেল চালকের গলাকাটা মরদেহ উদ্ধার