বাংলাদেশে প্রথমবারের মতো প্রতিষ্ঠিত ‘বাংলাদেশ হাইপারটেনশন অ্যান্ড হার্ট ফেইলিউর ফাউন্ডেশনের (বিএইচএইচএফএফ) যাত্রা শুরু হয়েছে। গতকাল সন্ধ্যায় নগরীর প্রবর্তক মোড় এলাকার একটি রেস্টুরেন্টে এই উপলক্ষে সাংবাদিক সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান। তিনি বলেন, বাংলাদেশে বর্তমান চিকিৎসা ব্যবস্থায় আমূল পরিবর্তন হয়েছে। এক সময় চট্টগ্রামে হৃদরোগের কোনো চিকিৎসা ছিল না। সেই জায়গায় এখন এখানে রিং বসানো হচ্ছে, একই সাথে বাইপাস সার্জারিও হচ্ছে।
চট্টগ্রামের হৃদরোগের চিকিৎসকরা ঢাকার চিকিৎসকদের সাথে পাল্লা দিয়ে চিকিৎসা দিচ্ছেন। বাংলাদেশ হাইপারটেনশন অ্যান্ড হার্ট ফেইলিউর ফাউন্ডেশনের উপদেষ্টা ডা. এস সি ধর বলেন, হৃদরোগ চিকিৎসার পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রমে এই ফাউন্ডেশন কার্যক্রম করবে। অনুষ্ঠানে ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ হাইপারটেনশন অ্যান্ড হার্ট ফেইলিউর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ। তিনি বলেন, বিএইচএইচএফএফ সাধারণ জনগণের জন্য একটি অরাজনৈতিক, বেসরকারি, অলাভজনক, স্বেচ্ছাসেবী দাতব্য চিকিৎসা সেবা সংস্থা। সাধারণ মানুষকে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি সম্পর্কে সচেতন করাই আমাদের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য।
উচ্চ রক্তচাপ ও হার্ট ফেইলিউরে আক্রান্ত অসহায় ও দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ এবং সম্ভাব্য স্বল্পতম খরচে হৃদরোগের পরীক্ষা ও অন্যান্য চিকিৎসা সহায়তা প্রদান কল্পে বাংলাদেশ হাইপারটেনশন এন্ড হার্ট ফেইলিউর ফাউন্ডেশন গঠিত হয়েছে। তিনি আরো বলেন, আমাদের ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে-উচ্চ রক্তচাপ এবং জটিল হৃদরোগে আক্রান্ত দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর বিনামূল্যে চিকিৎসা, স্বাস্থ্য পরামর্শ এবং সম্ভাব্য সর্বনিম্ন মূল্যে হৃদরোগের পরীক্ষা নিরীক্ষা ও অন্যান্য চিকিৎসা সেবা প্রদান। ওষুধ ও চিকিৎসার পাশাপাশি খাদ্যাভ্যাস ও জীবন যাত্রার স্বাস্থ্যসম্মত পরিবর্তনের মাধ্যমে ক্রমবর্ধমান উচ্চ রক্তচাপ ও হার্ট ফেইলিউরের বিরূপ প্রভাব থেকে জনসাধারণকে মুক্ত রাখা।
বাংলাদেশ হাইপারটেনশন অ্যান্ড হার্ট ফেইলিউর ফাউন্ডেশনের সহ-সভাপতি ডা. আশীষ দের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল হোসেন শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপদেষ্টা ডা. আবদুর রউফ, সাংগঠনিক সম্পাদক ডা. মো. রিজোয়ান রেহান, ডা. আবু ইউসুফ মো. নুরউদ্দিন জাহাঙ্গীর। উপস্থিত ছিলেন ডা. মো. সালেহউদ্দিন সিদ্দিকী, ডা. সাগর চৌধুরী, আনিসুল আউয়াল, ডা. রাজীব দে, ডা. নরেশ চন্দ্র রায়, ডা. শ্রীপতি ভট্টাচার্য্য, ডা. নাসির উদ্দিন, ডা. সালমা নাহিদ, ডা. অলক দেব, ডা. লক্ষ্মীপদ দাশ প্রমুখ।