সাবেক শ্রম ও সমাজকল্যাণ এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী, মুক্তিযুদ্ধের ইস্টার্ন জোনের চেয়ারম্যান জহুর আহমদ চৌধুরীর ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মহানগর আওয়ামী লীগ দিনব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির মধ্যে দামপাড়াস্থ মরহুমের কবর প্রাঙ্গণে খতমে কোরআন, দোয়া ও মিলাদ এবং মোনাজাত, বিকাল ৩টায় পুষ্পমাল্য অর্পণ শেষে কাজীর দেউড়িস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে স্মরণসভা অনুষ্ঠিত হবে। এতে সভাপত্বি করবেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।