সাতকানিয়া পৌরসভার সাড়ে ৫৮ কোটি টাকার বাজেট ঘোষণা

সাতকানিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩০ জুন, ২০২২ at ১০:৩১ অপরাহ্ণ

সাতকানিয়া পৌরসভার ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার(৩০ জুন) দুপুরে সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের এ বাজেট ঘোষণা করেন। ঘোষিত বাজেটে ২০২২-২০২৩ অর্থবছরে বিভিন্ন খাতে আয় ধরা হয়েছে ৫৮ কোটি ৪৩ লক্ষ ৪৬ হাজার ৫শত ১০ টাকা। আর বিভিন্ন খাতে ব্যয় ধরা হয়েছে ৫৮ কোটি ৪৩ লক্ষ ৪৬ হাজার ৫শত ১০ টাকা।

বাজেটে ট্যাক্সেস খাতে ১ কোটি ৮৮ লক্ষ টাকা, রেইটসে ৩৩ লক্ষ, ফিস ৪ লক্ষ ৫০ হাজার, সম্পত্তি হতে আয় ১১ লক্ষ, অন্যান্য ২ কোটি ৫১ লক্ষ, বিবিধ ৪৮ লক্ষ, উন্নয়ন খাত ব্যতীত সরকারি অনুদান ৫৬ লক্ষ, বেসরকারি অনুদান ১৫ লক্ষ, উন্নয়ন খাতে সরকারি অনুদান ১১ কোটি ৩৮ লক্ষ ৫৯ হাজার, বিবিধ প্রকল্প খাতে ৩৭ কোটি, মূলধন হিসাব ১ কোটি ২২ লক্ষ, প্রারম্ভিক স্থিতি ২ কোটি ৭৬ লক্ষ ৪৬ হাজার ৫ শত ১০ টাকাসহ সর্বমোট ৫৮ কোটি ৪৩ লক্ষ ৪৬ হাজার ৫ শত ১০ টাকা আয় ধরা হয়েছে।

এদিকে, ব্যয় খাতে সংস্থাপনে ২ কোটি ৩৬ লক্ষ ৫০ হাজার টাকা,কর নির্ধারণ ও আদায় ৩ লক্ষ, স্বাস্থ্য ও পয়ঃ প্রণালী ৫৪ লক্ষ ৫০ হাজার, শিক্ষায় ১৪ লক্ষ, বিবিধ ২ কোটি ৫৯ লক্ষ ৪০ হাজার, অবকাঠামো উন্নয়ন ৪৯ কোটি ৬ লক্ষ ৭৩ হাজার ৪ শত ৩২, মূলধন হিসাব ৪৫ লক্ষ, সমাপনী জের ৩ কোটি ২৪ লক্ষ ৩৩ হাজার ৭৮ টাকাসহ সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৫৮ কোটি ৪৩ লক্ষ ৪৬ হাজার ৫ শত ১০ টাকা।

বাজেট অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম, প্যানেল মেয়র এ কে এম মোর্শেদ, কাউন্সিলর আবদুল হালিম, মো. এনামুল কবির, খোরশেদ আলম, আবু বক্কর ছিদ্দিক সোহেল, সাইফুল ইসলাম সোহেল, আরাফাত উল্লাহ, মোহাম্মদ রাসেল উদ্দিন, মহিলা কাউন্সিলর শাহনাজ পারভীন ও আফরোজা আকতার শারমিন।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে তিন শীর্ষ ডাকাত গ্রেপ্তার, ৬ আগ্নেয়াস্ত্র উদ্ধার
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু