নগর জনস্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণে কর্মশালা

| মঙ্গলবার , ২৮ জুন, ২০২২ at ১১:০৫ পূর্বাহ্ণ

ইউএসসিডিসি’র অর্থায়নে সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে গতকাল সোমবার আলকারণস্থ সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতাল মিলনায়তনে নগর জনস্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ সর্ম্পকিত এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চসিক স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী, কাউন্সিলর নাজমুল হক ডিউক, মো. শেখ জাফরুল হায়দার চৌধুরী।

ফ্যাসিলেটরের দায়িত্ব পালন করেন সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের নগর জনস্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরন কর্মসূচির ম্যানেজার ডা. ওবায়দুর রহমান, জোনাল মেডিকেল অফিসার ডা. জুয়েল মহাজন। বক্তব্য রাখেন জোনাল মেডিকেল অফিসার ডা. ইমাম হোসেন রানা, ডা. তপন কুমার চক্রবর্ত্তী, ডা. মো. রফিকুল ইসলাম, ডা. মো. হাসান মুরাদ চৌধুরী, ডা. সুমন তালুকদার, ডা. আকিল মাহমুদ নাফে, ডা. হাজেরা নাজনীন, ডা. খুকুমনি বড়ুয়া, ডা. শহীদুল আলম, ডা. মো. আতিকুল হক প্রমুখ। সভা পরিচালনা করেন ভ্যাকসিনেশন ইনচার্জ মো. আবু ছালেহ।

চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, সাবেক মেয়র এ.বি.এম মহিউদ্দিন চৌধরী আরবান হেল্‌থ কেয়ার প্রকল্পের মাধ্যমে নগরীর ৪১টি ওয়ার্ডে সাধারণ নাগরিকের মাঝে যে স্বাস্থ্য সেবা পৌঁছে দিয়েছেন তা দেশ-বিদেশে মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, নাগরিক সকল সুযোগ সুবিধা নিশ্চিতকরনের লক্ষ্যে নগর ভিত্তিক জনস্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরনের কোন বিকল্প নেই।

জনস্বাস্থ্য বিষয়ক সকল কার্যক্রমে সেভ দ্য চিলড্রেন এগিয়ে আসায় ধন্যবাদ জানিয়ে তাদের কার্যক্রমের মেয়াদ বৃদ্ধির আহ্বান জানান। এই কর্মশালা থেকে জনস্বাস্থ্য সমস্যা চিহ্নিত করণ ও প্রতিরোধের উপায় সমূহ নিয়ে চসিক স্বাস্থ্য বিভাগ কাজ করে যাবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভূগোলের গোল
পরবর্তী নিবন্ধএডভোকেট ফয়েজুর রহমানের ইন্তেকাল