তখন তারা নিশ্চয় তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতো। অতঃপর যদি তারা তোমাদের নিকট থেকে চলে যায় এবং যুদ্ধ না করে ও শান্তির প্রস্তাব করে, তবে আল্লাহ তোমাদের জন্য তাদের বিরুদ্ধে কোন পথ রাখেন নি।
– আল-কোরানের বঙ্গানুবাদ (৪:৯০) সূরা নিসা।
ছাদকাতে আল্লাহর গজবের অগ্নি নির্বাপিত হয় এবং খারাপ মৃত্যুর হাত হইতে রক্ষা পাওয়া যায়।
– আল-হাদিস (তিরমিজী)।
অন্যের অপরাধকে ক্ষমা করার সাথে সাথে নিজের ভুলত্রুটি সংশোধন করতে হবে।
– মার্কাস।